করোনা রোধে ১১ দফা বিধিনিষেধ আরোপের প্রথমদিনে মিশ্র প্রতিক্রিয়া

- আপডেট সময় : ০৭:১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ওমিক্রন ঠেকাতে ১১ দফা বিধি-নিষেধ আরোপের প্রথম দিনে নগরবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রেস্ট্রুরেন্ট ও আবাসিক হোটেলে টিকার সনদ দেখানো বাধ্যতামূলক করায় ক্ষোভ জানান তারা। এদিকে, রাজধানীতে আগের মতোই চলছে গণপরিবহন। বিধি-নিষেধ সম্পর্কে জানা নেই অনেক যাত্রী ও পরিবহন শ্রমিকের। আর, আগাম টিকেট বিক্রি করায় সব আসনে যাত্রী পরিবহন করছে ট্রেন। জনসমাগম ও অর্ধেক যাত্রী পরিবহন নিশ্চিতে কাজ করছে ডিএমপি।
বিশ্বব্যাপী নতুন ধরন ওমিক্রনসহ করোনা নিয়ন্ত্রণে ১১ দফা বিধি নিষেধ আরোপ করেছে সরকার।
এতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি জনসমাগম নিয়ন্ত্রনে খাবার হোটেল, লঞ্চ, বাস ও ট্রেনে অর্ধেক আসনে যাত্রী পরিবহনের নির্দেশনা দেয়া হয়েছে।
তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জনসাধারণের মাঝে। বিধি-নিষেধ আরোপের প্রথম দিন সড়ক ছিলো স্বাভাবিক। এ সম্পর্কে ধারনা নেই যাত্রী ও পরিবহন শ্রমিকদের অনেকের।
নির্দেশনা মানাতে নগরীর শাহবাগ এলাকায় মোবাইল কোর্ট চালায় ডিএমপি। ১১ মামলায় ১১ জনকে ২ হাজারের বেশী টাকা জরিমানা করা হয়।
আর ডিএমপির মিডিয়া উইংয়ের ডিসি ফারুক হোসেন বলেন, জনসমাগম নিয়ন্ত্রণে ও মাক্স পরা বাধ্যতামূলক করতে ডিএমপি’র প্রতিটি থানায় মোবাইল টিম কাজ করছে।
কমলাপুর রেল স্টেশনে ছিলো যাত্রীদের ভীড়।
যাত্রীদের আসন সীমিত না করার বিষয়ে ব্যাখ্যা তুলে ধরেন স্টেশন ম্যানেজার।
করোনা রোধে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন সংশ্লিষ্টরা।