হঠাৎই গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিআরটিএ

- আপডেট সময় : ০৭:৪২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
হঠাৎই গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সংস্থাটি জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী গণপরিবহনে যত আসন রয়েছে তত যাত্রী পরিবহন করা যাবে। তবে সবাইকে স্বাস্থ্যববিধি মানতে হবে।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। তার স্বাক্ষরিত এক বার্তায় পরিবহন মালিকদের তিনি এমন নির্দেশনা দেন । তিনি বলেন, বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানিয়েছেন, শনিবার থেকে গণপরিবহনের যত আসন তত যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। কারণ অর্ধেক যাত্রী নিয়ে চলাচলে তৈনী হবে পরিবহন সংকট। এক্ষেত্রে যাত্রী এবং পরিবহন চালক ও হেলপারদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে। সব পরিবহন মালিকদের বিআরটিএর এ বার্তা পৌঁছে দেয়া হয়েছে। এক্ষেত্রে যারা সরকারের স্বাস্থ্যবিধি মানবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সড়কে পুলিশ প্রশাসনকে অবস্থান করতে অনুরোধ করা হয়েছে।গত ১০ জানুয়ারি করোনা মহামারি প্রতিরোধে ১১ দফা বিধিনিষেধ জারি করে সরকার।