জলপাইগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত নয় জনের মৃতদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত নয় জনের মৃতদেহ উদ্ধার করতে পেরেছেন উদ্ধারকর্মীরা। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধারকাজ। আহত অবস্থায় এখন পর্যন্ত উদ্ধার হয়েছে অন্তত অর্ধশত।
এদিকে, লাইনচ্যুত ১২টি বগির দুটিতে যাত্রী আটকে থাকার আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।
আহতদের মধ্যে ৩৬ জনের চিকিৎসা চলছে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। আশঙ্কাজনক ছয় জনের কয়েকজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এরই মধ্যে ঘটনার কারণ জানতে ময়নাগুড়িতে পৌঁছেছেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গতকাল বৃহস্পতিবার বিহারের রাজধানী পাটনা থেকে আসামের রাজধানী গুয়াহাটির দিকে যাচ্ছিল বিকানের এক্সপ্রেস। বিকেল ৫টার দিকে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে দুর্ঘটনায় পড়ে ট্রেনটি।