বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ৬ জলদস্যুকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ৬ জলদস্যুকে আটক করেছে রেব। এসময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় তৈরি বন্দুক ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
রাতে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল থেকে এসব অস্ত্রসহ আটক করা হয়। কক্সবাজার রেব-১৫ এর অধিনায়ক লেঃ কর্ণেল খাইরুল ইসলাম সরকার জানান, বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল দস্যু। এ তথ্যের সূত্র ধরে ছদ্মবেশে রেবের একটি দল সাগরে অভিযানে যায়। এসময় একটি ট্রলার থেকে এসব অস্ত্র-গুলিসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান রেবের অধিনায়ক।