করোনা ভাইরাসে আক্রান্তদের মৃত্যু ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয়া একটি জিন আবিষ্কার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / ১৫২৪ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসে আক্রান্তদের মৃত্যু ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয়া একটি জিন আবিষ্কার করেছেন পোল্যান্ডের বিজ্ঞানীরা। পোলিশ জনসাধারণের মধ্যে এই জিন ১৪ শতাংশ মানুষের মধ্যে দেখা গেলেও ভারতে এর হার প্রায় দ্বিগুণ।
পোলিশ স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বেশি মৃত্যুঝুঁকিতে থাকা আক্রান্তদের চিহ্নিত করতে সাহায্য করবে নতুন আবিষ্কারটি। করোনা শনাক্তকরণ পরীক্ষার সাথে জেনেটিক পরীক্ষাও যোগ করার পরিকল্পনা করছে দেশটি।
বিয়ালস্টক মেডিক্যাল ইউনিভার্সিটির গবেষণায় বলা হয়েছে,পোলিশ জনগোষ্ঠীর ১৪ শতাংশ মানুষের মধ্যে করোনায় মৃত্যুঝুঁকি বাড়ানো এ জিন আছে । ইউরোপজুড়ে এর হার নয় শতাংশ এবং ভারতে আনুমানিক ২৭ শতাংশ।