কাল হাইকোর্টে ১০ ট্রাক অস্ত্র মামলার ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিল শুনানি
- আপডেট সময় : ০২:০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
কাল হাইকোর্টে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিল শুনানি। বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো.আখতারুজ্জামানের দ্বৈত বেঞ্চে শুনানি হবে বলে রোববারের কার্যতালিকায় মামলাটি রাখা হয়েছে।
২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের সিইউএফএল জেটিঘাটে খালাসের সময় ১০ ট্রাক অস্ত্র জব্দ করে পুলিশ। এ ঘটনায় ২০১৪ সালের ৩০ জানুয়ারি বিশেষ ক্ষমতা আইনের মামলায় ১৪ জনকে ফাঁসির রায় দেয় আদালত। অস্ত্র আইনের পৃথক দুটি ধারায় ১৪ জনের প্রত্যেককে দেওয়া হয় যাবজ্জীবন ও সাত বছর করে দণ্ডাদেশ। বিচারিক আদালতে রায়ের পর মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। এদিকে, ২০১৪ সালের ১৬ এপ্রিল ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত কয়েক আসামির আপিল মামলা শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। পলাতক আসামী ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া ও সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিনের পক্ষে রাষ্ট্রকে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট।