রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে ক্ষমা চান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন
- আপডেট সময় : ০২:০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগের সন্ধ্যায় দুটি উৎসব আয়োজনের ঘটনায় পার্লামেন্টের হাউস অব কমন্সে ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এবার এ ঘটনায় রানি দ্বিতীয় এলিজাবেথের কাছেও ক্ষমা চান তিনি।
গত বছরের ১৭ এপ্রিল ফিলিপের শেষকৃত্য সম্পন্ন হয়। ফিলিপের মৃত্যুতে জাতীয় শোক চলাকালীন সময়ে বরিস জনসনের যোগাযোগবিষয়ক পরিচালকে বিদায় উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়াও করোনার বিধিনিষেধ ভেঙে ডাউনিং স্ট্রিটে পানাহারের আয়োজন করেছিলেন বরিস। এ ঘটনায় দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টি, লিবারেল ডেমোক্র্যাটস ও স্কটিশ ন্যাশনাল পার্টির পক্ষ থেকে বরিসের পদত্যাগ দাবি করা হয়েছে। এ ছাড়া কনজারভেটিভ পার্টির নেতারাও তাঁর পদত্যাগ দাবি করে। এ ঘটনায় পার্লামেন্টের হাউস অব কমন্সে ক্ষমতা চেয়েছেন তিনি।বরিস বলেন, তার ব্যক্তিগত আচরণে জনগণ সরকারের ওপর ক্ষুব্ধ হয়েছেন। এটা অনুভব করতে পেরে তিনি ক্ষমাপ্রার্থী। জনগণের এই ক্ষোভ স্বাভাবিক। আইন প্রনেতা হয়ে নিজেই আইনভঙ্গ করেছেন তিনি।