অনুমোদন ছাড়াই আবাসিক এলাকায় পুরোদমে চলছে ইট ভাটা তৈরির কাজ
- আপডেট সময় : ০১:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
গাইবান্ধায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই আবাসিক এলাকায় পুরোদমে চলছে কেপি নামে এক ইট ভাটা তৈরির কাজ। স্থানীয় জমির মালিকদের অভিযোগের পরেও নিজের প্রভাব খাটিয়ে পুরোদমে কাজ চলছে ইটভাটার। এ বিষয়ে স্থানীয় ও জমির মালিকরা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েও পাননি কোন সুফল ।
লাইসেন্স বিহীন ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই গাইবান্ধার বোয়ালী ইউনিয়নের খামার বোয়ালীর বিভিন্ন এলাকায় তৈরি করা হচ্ছে কে পি নামের এক ইটভাটা। স্থানীয়দের অভিযোগ জমির মালিকদের অভিযোগের পরেও প্রভাব খাটিয়ে কাজ চালাচ্ছেন ইটভাটার মালিক। এমন অবস্থায় বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন জমির মালিকরা।
আবাসিক এলাকায় ইট ভাটা থাকলে ইট ভাটার ধোঁয়ায় আশেপাশের জমির ফসল, ফলাদিসহ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। এমন অবস্থায় ইটভাটা বন্ধের দাবী স্থানীয়দের।
ইতোমধ্যে অবৈধ ওই ইটভাটার বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, পাশাপাশি আগামী ৭ দিনের মধ্য বন্ধ করতে বলা হয়েছে বলে জানান নিবাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল ইসলাম।
আবাসিক এলাকায় ইট ভাটার বন্ধে প্রশাসনের জরুরী হন্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।