উপমহাদেশের কিংবদন্তি নৃত্যব্যক্তিত্ব পণ্ডিত বিরজু মহারাজ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
উপমহাদেশের কিংবদন্তি নৃত্যব্যক্তিত্ব পণ্ডিত বিরজু মহারাজ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বয়স হয়েছিল ৮৩ বছর।
রোববার রাতে হঠাৎ শরীর খারাপ হলে দ্রুত দিল্লির সাকেত হাসপাতালে নেয়ার পর চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করে। বেশ কিছুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন পণ্ডিত বিরজু মহারাজ। বাংলাদেশের সঙ্গে নিবিড় যোগ ছিল এই নৃত্যসাধকের। অনেক প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী সরাসরি এই নৃত্যগুরুর শিষ্য ছিলেন। নাচের ভাষাতেই গল্প বলে যেতেন তিনি। কত্থক নাচেও এক অন্য মাত্রা যোগ করেছিলেন বিরজু মহারাজ। শুধু নাচই নয়, অসাধারণ ড্রামবাদকও ছিলেন তিনি। সব ধরনের ড্রাম, তবলা ও নাল বাজাতে পারতেন। বাজাতেন পাখোয়াজ, সরোদ, সেতার, বাঁশি ও বেহালাও। মাত্র ২৮ বছর বয়সে সংগীত নাটক একাডেমি পুরস্কার জেতেন তিনি। ১৯৮৩ সালে ভারত সরকারে পক্ষ থেকে পান পদ্মবিভূষণ পদক।