নারায়ণগঞ্জবাসীর অসমাপ্ত স্বপ্ন পূরণে কাজ করবেন মেয়র আইভী
- আপডেট সময় : ০৪:৪৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচিত হয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী।এতে উচ্ছ্বসিত দলের নেতাকর্মী ও নগরবাসী।নির্বাচিত হওয়ার পর থেকে ফুল ও মিষ্টি নিয়ে নেতাকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছেন তাকে। গণমাধ্যমকে মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেন, নগরীর অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো এবার সম্পন্ন করা হবে। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান আগের মতোই থাকবে বলে জানান তিনি। ইভিএম ও প্রশাসনের ইঞ্জিনিয়ারিংকে দুষলেন পরাজিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার।
৬৬ হাজার ৫৩৫ ভোটের ব্যবধানে তৈমুর আলম খন্দকারকে হারিয়ে সেলিনা হায়াৎ আইভীর হাতে আবার উঠল নারায়ণগঞ্জ নগরের চাবি।
উচ্ছসিত তার দলের নেতাকর্মীরা। সকাল থেকে ফুলও মিষ্টি নিয়ে তার বাসভবনে জড়ো হতে থাকেন তারা।
জয়ের পর প্রথম সোমবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মেয়র আইভী। তিনি বলেন, সিটির অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে আগের মতোই।
এদিকে নির্বাচনের সময় গ্রেপ্তার নেতা–কর্মীদের জামিনের আবেদন নিয়ে সোমবার জেলা আদালতে যান স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। বলেন, প্রশাসনের ইঞ্জিনিয়ারিং এর ইভিএমের কারচুপির কারণে নির্বাচনে হেরেছেন তিনি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সেলিনা হায়াত আইভীর এটি হ্যাটট্রিক জয়। ইতিহাসে টানা তিনবার জয়ের রেকর্ড আর কারও নেই।