ভিসির পদত্যাগ দাবি ও পুলিশি হামলার প্রতিবাদে অনড় শাবির শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৫:০০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৫২৩ বার পড়া হয়েছে
উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়– শাবিপ্রবি। ক্যাম্পাসে ভিসিকে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি প্রক্টোরিয়াল কমিটি ও ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে আন্দোলনকারীরা। তারা ক্যাম্পাসে অবস্থান নিলেও কিছু শিক্ষার্থী কর্তৃপক্ষের নির্দেশনা মেনে হল ছেড়ে গেছে। এদিকে, পরিস্থিতি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
টানা চতুর্থদিনের মতো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। উপাচার্য, প্রক্টোরিয়াল কমিটি ও ছাত্রকল্যাণ উপদেষ্টার পদত্যাগের দাবিতে সোমবার সকাল থেকে উত্তাল শাবিপ্রবি। কর্তৃপক্ষের নির্দেশনা মেনে কিছু কিছু শিক্ষার্থীকে হল ছাড়তে দেখা গেছে। এদিকে, ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। দাবি আদায় না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে তারা।
বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্টদের পদত্যাগ ও অব্যবস্থাপনা দূর করার দাবিতে গত বৃহস্পতিবার রাত থেকে আন্দোলন শুরু করে হলের কয়েক’শ ছাত্রী। শনিবার সন্ধ্যায় ছাত্রীদের কর্মসূচিতে হামলা চালায় ছাত্রলীগ। এরপর, পরিস্থিতি ঘোলাটে হতে থাকে। ঘটনা তদন্তে অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদ তালুকদারকে প্রধান করে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
শুধু ক্লাস বন্ধ রেখে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম চলছে বলে জানান, উপাচার্য।
রোববার দিনভর আন্দোলনে উত্তাল ছিল শাবিপ্রবি। এক পর্যায়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। তাকে উদ্ধারে অ্যাকশনে যায় পুলিশ। রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে আহত হয় অর্ধশত শিক্ষার্থী।