খুলনায় যুবলীগ নেতাকে গুলি করে পালানোর সময় অস্ত্র, গুলি ও বোমাসহ এক যুবক আটক
- আপডেট সময় : ০৫:২৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
খুলনা আটক যুবলীগ নেতাকে গুলি করে পালানোর সময় একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, ১১ রাউন্ড গুলি ও বোমাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
গেলরাতে নগরীর বয়রা মহিলা কলেজের সামনে থেকে ওই যুবককে আটক করা হয়। খালিশপুর থানার এসআই রেজওয়ান আহম্মেদ বলেন, সন্ধ্যার পর বয়রা বাজার মোড়ে দুটি মোটরসাইকেলে ৬ যুবক আসে। তারা শর্টগান দিয়ে যুবলীগ নেতা সাঈদুর রহমান শাওনকে টার্গেট করে গুলি চালালে তা লক্ষ্যভ্রষ্ট হয়। পরে স্থানীয় জনতা ধাওয়া করলে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে এক যুবক পড়ে গেলে স্থানীয়রা তাকে ধরে ফেলে। ১৪নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান শাওন বলেন, দুটি মোটরসাইকেলে আসা ৬ জন মুখোশ পরে ছিল। হত্যার উদ্দেশ্যে গুলি চালায় তারা, পরে তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে। তিনি আরও বলেন, তার বাবা, বড় ভাইকেও নিমর্মভাবে হত্যা করেছিল সন্ত্রাসীরা। এর আগেও তাকে দু’বার হত্যা চেষ্টা করে সন্ত্রাসীরা।