ময়মনসিংহের নান্দাইলে বালু বোঝাই ট্রাক্টর উল্টে দুইজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইলে বালু বোঝাই ট্রাক্টর উল্টে দুইজন নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার মোয়াজ্জেমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার মোয়াজ্জেমপুর সড়কে হঠাৎ ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এসময় পানিতে ডুবে যায় চালক মোস্তফা ও সহকারী রাফাত মিয়া। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে ফেনীতে নুরুল আলম হেলাল নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া বাজারের একজন ব্যবসায়ী।
গাইবান্ধা শহরে ট্রাক্টরের ধাক্কায় মজিবর রহমান নান্টু নামের এক হোটেল ম্যানেজার নিহত হয়েছে। রাতে সদর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতা চালক ও ঘাতক ট্রাক্টর আটক করে পুলিশের সোর্পদ করে।