গ্রামাঞ্চলের দারিদ্র্য দূর করতে জেলা প্রশাসকদের আরো সক্রিয় ভুমিকা রাখার নির্দেশ
- আপডেট সময় : ০২:২৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
গ্রামাঞ্চলের দারিদ্র্য দূর করতে জেলা প্রশাসকদের আরো সক্রিয় ভুমিকা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের পল্লী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ডিসিদের আন্তরিকতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়। স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় রেখে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জেলা প্রশাসক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
করোনা সংক্রমণের কারণে দুই বছর স্থগিত থাকার পর মঙ্গলবার শুরু হয়েছে জেলা প্রশাসক সম্মেলন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বসে জেলা প্রশাসকদের মিলনমেলা। বার্ষিক এ সম্মেলনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
জনগন ও প্রশাসনের দূরত্ব কমিয়ে সুষম উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মকৌশল ও নীতি তুলে ধরেন প্রধানমন্ত্রী। ২৪ দফা নির্দেশনায় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে কাজ করার তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা।
উন্নয়নের সব সূচকে দেশের ঈর্ষনীয় সাফল্যের পেছনে সরকারের ধারাবাহিকতা ও আন্তরিকতার উল্লেখ করেন সরকার প্রধান। জনগণকে যথাযথ সম্মান প্রদানেরও আহবান জানান তিনি।
লক্ষ্য অনুযায়ী দারিদ্র্য শুন্যের কোটায় নামিয়ে আনাসহ গৃহহীনের আশ্রয়ণ নিশ্চিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।