ময়মনসিংহের ত্রিশালে অগভীর নলকূপের অনুমোদনে বাধা
- আপডেট সময় : ০৪:৪৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে অগভীর নলকূপ অনুমোদনে বাঁধা দেওয়ায় কয়েকশ’ একর জমির বোরো আবাদ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। এবছর সেচ লাইনের অনুমোদন না পেলে অনেক কৃষকের জমি পতিত থাকবে।কৃষকরা গণহারে আবেদন করলে বিষয়টি ভেবে দেখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের আমিয়ানডাঙ্গুরী গ্রামের শতকরা ৯৯ শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। প্রায় পাঁচশ একর জমি নিয়ে আমিয়ানডাঙ্গুরী বিল। একটি অগভীর নলকূপের অনুমোদনের জন্য উপজেলা সেচ কমিটি বরাবর আবেদন করলে বাঁধা হয়ে দাঁড়ায় স্থানীয় এক ব্যক্তি।
যথাযথ নিয়ম না মেনে আবেদন করলেই বাঁধা দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান।
অগভীর নলকূপ অনুমোদনে আবেদনের প্রেক্ষিতে এক স্কিমের চেয়ে অন্য স্কিমের দুরুত্ব ৪৩ ফিট কম হওয়ায় অনুমোদন দেয়া হয়নি বলে জানিয়েছেন ময়মনসিংহ বিএডিসি জোনের সহকারী প্রকৌশলী।
ত্রিশাল উপজেলায় এবছর ১৯ হাজার ৭১০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে সেচের কারণে অনেক জমি অনাবাদি থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।