হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাংবাদিক হাবীবুর রহমান নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাংবাদিক মোহাম্মদ হাবীবুর রহমান নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাবীবুর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।হাবীব রহমান দৈনিক সময়ের আলো পত্রিকার আওয়ামী লীগ বিটের জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। কর্মরত ছিলেন। ওই পত্রিকার একাধিক সাংবাদিক হাবীবুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাবীবুর রহমান ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।