কক্সবাজারে ৪ কেজি আইস ও ৫০ হাজার পিস ইয়াবা রেখে পালিয়েছে কারবারীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
কক্সবাজারের নাফ নদে অভিযান চালিয়ে চার কেজি ১৭৫ গ্রাম আইস এবং ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
গতকাল রাত পৌঁনে ১টার দিকে নাফ নদের জালিয়ার দ্বীপ এলাকা থেকে আইস ও ইয়াবার চালানটি জব্দ করা হয়। তবে, মাদক কারবারীরা পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান, কর্নেল শেখ খলিল মোহাম্মদ ইফতেখার। চোরাকারবারিদের আটকের জন্য ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে। মাদক বহন ও পাচারের দায়ে অজ্ঞাত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ থানায় একটি মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।