যুব বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ কাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
যুব বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ কাল। এবার টাইগার যুবাদের প্রতিপক্ষ কানাডা। সেন্ট কিডসে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচ।
বড় হার দিয়ে এবারের আসর শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে রাকিবুলের দল। শিরোপা ধরে রাখার মিশনে এবার ডু অর ডাই ম্যাচ খেলবে বাংলাদেশ।আসরে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই রাকিবুল-আইচ মোল্লাদের। কানাডার বিপক্ষে অতীত পরিসংখ্যান হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। আগের তিনবারের দেখায় শতভাগ জয় লাল-সবুজ দলের। ঘুরে দাঁড়ানোর মিশনে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে বাংলাদেশ। একই সময় গ্রুপের অন্য ম্যাচে খেলবে ইংল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।