বাকশাল কায়েমে এখতিয়ারের বাইরে গিয়ে ইসি আইন পাশে সক্রিয় সরকার: মির্জা আব্বাস
- আপডেট সময় : ০২:৪২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে নির্বাচন কমিশন গঠনের নামে আইন পাশ করতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এসময় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, বিএনপি রেব প্রতিষ্ঠা করেছিল দেশের শান্তির জন্য, সে সুনাম নষ্ট করেছে আওয়ামী লীগ সরকার।
দুপুরে নয়াপল্টনে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে এসব কথা বিএনপির নেতারা। মির্জা আব্বাস বলেন, প্রণয়ন হতে যাওয়া আইনের মাধ্যমে আবারো পুরোপুরিভাবে বাকশাল প্রবর্তন করতে যাচ্ছে সরকার। মির্জা আব্বাস বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া কোন আইন মানবে না বিএনপি। একই অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী বলেন, রেবের কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে সেসব বিতর্কিত কর্মকর্তাদের দিয়ে পুলিশ বাহিনী এখনো পরিচালিত হচ্ছে। ফলে ইমেজ শেষ করে দিতেই পুলিশের নেতৃত্বে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে দলটি