ইউক্রেনে হামলার পরিকল্পনা করছে রাশিয়া: বাইডেন
- আপডেট সময় : ০২:৪১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ইউক্রেনে হামলার পরিকল্পনা করছে রাশিয়া, মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন । হামলা চালালে মস্কোকে চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ক্ষমতায় আসার এক বছর পূর্তির প্রথম দিনে নিজের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাইডেন এ কথা বলেন। তিনি আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে হয় পরিকল্পনা থেকে সরে আসতে হবে। নয়তো কূটনৈতিক সমঝোতায় আসতে হবে। এদিকে, ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি সেনা ও যুদ্ধের সরঞ্জাম মোতায়েন নিয়ে পাল্টা–হুঁশিয়ারি দিয়েছে মস্কোও। বলেছে, পশ্চিমা বিশ্ব কিয়েভের জন্য হুমকি হয়ে উঠছে। আগামীকাল জেনেভায় বসছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে বৈঠক। ইউক্রেনে অস্ত্র সরবরাহ করতে জার্মানির দীর্ঘদিনের অস্বীকৃতি প্রত্যাহার করতে চাপ দিচ্ছে ইউরোপীয় মিত্ররা।