দ্বিতীয় দিনের মতো দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য আয়োজনে এসএটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ০৫:৩৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
এসএটিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় দিনের মতো দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা,শীতবস্ত্র বিতরণসহ নানা আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিসহ উপস্থিত ছিলেন জেলার গণ্যমান্য ব্যক্তিরা। সবাই এসএটিভির বস্তুনিষ্ঠ সংবাদ ও বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানমালার প্রশংসা এবং সাফল্য কামনা করেন।
সারাদেশের মত সাভারেও বর্ণাঢ্য আয়োজনে এসএ টিভি’র ৯ম জন্মদিন পালিত হয়েছে। বুধবার বেলা ১২টায় উপজেলা চেয়ারম্যান মঞ্জরুল আলম রাজীবের নেতৃত্বে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের অংশগ্রহণে সাভার প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে বঙ্গবন্ধু চত্ত্বর ঘুরে আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
বগুড়ায় এসএ টেলিভিশনের ১০ম বর্ষে পদার্পন উপলক্ষে বুধবার সকালে বগুড়া প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সমাজের সুবিধা বঞ্চিত বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে এসএটিভির নবম বর্ষপূর্তী ও দশমবর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জের এসএটিভির জেলা কার্যালয়ে জেলা প্রতিনিধি রহমত আলী আয়োজিত অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা এসএটিভির সাফল্য ও অগ্রযাত্রা কামনা করে বক্তব্য রাখেন।
গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাব মিলনায়তনে দর্শকনন্দিত এসএটিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় অতিথিরা এসএটিভির নিরেপেক্ষ সংবাদ পরিবেশন ও বিনোদনমুলক অনুষ্ঠান প্রচারের ভূয়সী প্রশংসা করেন।
পাবনায়ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে এসএটিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে বুধবার রাতে পাবনা প্রেসক্লাবে কেক কাটা হয়। এসএটিভির পথচলাকে স্বাগত জানিয়ে উপস্থিত সংবাদকর্মীরা বলেন, বরাবরের মত আগামীতেও দেশের সুস্থ্য সংস্কৃতি চর্চা ও সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রাখবে এসএ টিভি।
কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে এসএটিভি’র ১০ম বর্ষে পর্দাপন অনুষ্ঠান। বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা।
বাংলাদেশের সর্বাধুনিক ফুল এইচডি চ্যানেল এসএটিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরে শীতবস্ত্র বিতরণ, আলোচনা সভা ও এতিম শিশুদের মাঝে কেক কেটে বিতরণ করা হয়।