রাঙ্গুনিয়ায় হত্যাকাণ্ডের আসামী জাশেদ মিয়া চৌধুরীকে অবশেষে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর মাহবুব হত্যাকাণ্ডের অন্যতম আসামী জাশেদ মিয়া চৌধুরীকে আট বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার করেছে রেব-৭।
দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেব-৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল এমএ ইউসুফ। আটককৃত ওই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ২০১৪ সালের ১৬ নভেম্বর রাঙ্গুনিয়ার ইসলামপুরে গলাচিপায় চায়ের দোকান থেকে মাহবুব আলমকে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে নির্মমভাবে ছুরিকাঘাত করা হয়। এতেও ক্ষান্ত হয়নি খুনিরা। পরে মাথার আঘাত ও গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে। এঘটনায় নিহতের স্ত্রী ২১ নভেম্বর ২০১৪ রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলে সেই থেকে আসামি জাশেদ মিয়া চৌধুরী পলাতক ছিলো।