যুক্তরাষ্ট্রে ফাইভ–জি সেবা চালু নিয়ে বিশ্বজুড়ে এয়ারলাইনসগুলোর মধ্যে উদ্বেগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে ফাইভ–জি সেবা চালু নিয়ে বিশ্বজুড়ে এয়ারলাইনসগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এয়ারলাইনসগুলোর শঙ্কা, বিমানবন্দরের কাছে ফাইভ–জি চালু হলে সুরক্ষাব্যবস্থায় মারাত্মক প্রভাব ফেলবে।
ফাইভ–জি চালু করা হলে ফ্লাইট চলাচলে বড় ধরনের ব্যাঘাত ঘটবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ১০টি বড় এয়ারলাইনস । বুধবার থেকে মুঠোফোনে ফাইভ–জি চালু করার পরিকল্পনা বাস্তবায়ন না হলে চরম অর্থনৈতিক বিপর্যয় দেখা দেবে বলে জানিয়েছে মোবাইল কোম্পানিগুলো। এদিকে বেশ কিছু এয়ারলাইনস বলেছে, শিকাগো, নিউইয়র্ক, সান ফ্রান্সিসকোর মতো যুক্তরাষ্ট্রের একাধিক শহরে ফ্লাইট চলাচল বাতিল করবে তারা। এয়ারলাইনসগুলো শঙ্কা করছে, ফাইভ–জির বেতার তরঙ্গ উড়োজাহাজে ব্যবহৃত তরঙ্গের খুব কাছাকাছি হওয়ায় ফাইভ–জি চালু হলে উড়োজাহাজে ব্যবহৃত বেতার তরঙ্গ যথাযথভাবে কাজ করবে না।