জয় দিয়ে বঙ্গবন্ধু বিপিএলের অষ্টম আসর শুরু করলো ফরচুন বরিশাল
- আপডেট সময় : ০৮:২৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
জয় দিয়ে বঙ্গবন্ধু বিপিএলের অষ্টম আসর শুরু করলো ফরচুন বরিশাল। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৪ উইকেটে হারিয়েছে সাকিবের দল। মিরপুরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৫ রানের পূঁজি পায় চট্টগ্রাম। জবাবে ৮ বল হাতে রেখে জয় পায় বরিশাল। সুবিধা করতে পারেননি সাকিব, সর্বোচ্চ ৩৯ রান করেন সৈকত আলী।
আবারও লো স্কোরিং ম্যাচের সাক্ষী হলো বঙ্গবন্ধু বিপিএল। মিরপুরে যে উইকেট নিয়ে এতো আলোচনা। সেই বাইশ গজকে দেখা গেলো পুরনো রূপে। চট্টগ্রাম-বরিশালের উদ্বোধনী ম্যাচে বোলারদের দাপট দেখলো ক্রিকেট ভক্তরা।
টস হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রামের টপ অর্ডারের লাগাম টেনেছেন নাঈম, আলজারি জোসেফ, সাকিব আল হাসানরা। ৬৩ রানে ৬ উইকেট হারিয়ে তখন ধুঁকছে বন্দর নগরীর দলটি।
ধংসস্তুপের দাঁড়িয়ে লড়েছেন এক বেনি হাওয়েল। যার ৪১ রানে কোন মতে মান বাঁচে চট্টগ্রামের। স্কোরবোর্ডে লড়াইয়ের পুঁজি ৮ উইকেটে ১২৫।
বোলারদের রাজত্বে ছোট লক্ষ্যেতেও খাবি খেয়েছে বরিশাল। অভিজ্ঞ নাজমুল শান্ত, সাকিব আল হাসান কিংবা পরিচিত মুখ তৌহিদ হৃদয় সবাই ব্যর্থ এদিন।
ওয়ানডে স্টাইলে লড়েছেন সৈকত, ইরফান শুক্কুর। তবে, তারাও মিরাজের ঘূর্নিতে থিতু হতে পারেননি।
তবে, দলের বিপদ আর বাড়তে দেননি ডুয়াইন ব্রাভো আর জিয়াউর রহমান। এদুয়ের অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটি জয় নিয়ে মাঠে ছাড়ে ফরচুন বরিশাল।
এদিকে, বঙ্গবন্ধু বিপিএলে শনিবারেও রয়েছে দুই ম্যাচ। দিনের প্রথম সিলেট সানরাইজার্সের মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুপুর সাড়ে ১২টায় শুরু হবে এই ম্যাচ।
সন্ধ্যার আরেক বিগ ম্যাচে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা। বিপিএলের দুই শিরোপা জিতে উজ্জ্বল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে তারা। ইমরুল কায়েস, লিটন দাস, মমিনুল ও মোস্তাফিজদের নিয়ে শক্তিশালী দল গড়েছে কুমিল্লা। দলের বিদেশী খেলোয়াড় ফাফ ডু-প্লেসি, সুনিল ও ওশানে থমাসরাও টি-টুয়েন্টি ফরম্যাটে কার্যকরী। অন্যদিকে, দলে বড় কোন তারকা না থাকলেও মোসাদ্দেক, মিথুন ও রবি বোপারাদের নিয়ে বেশ আশাবাদী সিলেট। এদিকে, প্রথম ম্যাচে হারলেও ঢাকার বিপক্ষে জয় পেতে মরিয়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।