তিন বছরের ঢাকা মিশন শেষ করে বিদায় নিলেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার
- আপডেট সময় : ১২:৩২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
তিন বছরের ঢাকা মিশন শেষ করে বিদায় নিলেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।গতকাল তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন। এর আগে বিদায়ী বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশ মিশনকে তিনি তার পেশাগত জীবনের শ্রেষ্ঠ সময় বলে আখ্যা দিয়েছেন।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, এরই মধ্যে মিলার তার পূর্বনির্ধারিত সব অফিসিয়াল সাক্ষাৎ সম্পন্ন করেছেন। তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণের ঝুঁকিসহ বিভিন্ন কারণে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পাননি তিনি। রাষ্ট্রাচার অনুয়ায়ী বিদায়ী দূতরা রাষ্ট্র ও সরকার প্রধানের সাক্ষাৎ পেয়ে থাকেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী বাংলাদেশ সরকারের পক্ষে দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা মিলারকে বিমানবন্দরে আন্তরিক বিদায় জানিয়েছেন।২০১৮ সালের নভেম্বরে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন মিলার। তার সময়কালে যুক্তরাষ্ট্র রেবের এবং এ বাহিনীর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ঢাকা এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।