যশোরের অভয়নগরে বেড়েছে পানের আবাদ
- আপডেট সময় : ০২:২৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
যশোরের অভয়নগরে বেড়েছে পানের আবাদ। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে এখানকার পান বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। লাভ জনক হওয়ায় পান চাষে ঝুকছেন উপজেলার কৃষকেরা।তবে করোনার কারণে কৃষকেরা পড়েছেন ক্ষতির মুখে।
যশোরের অভয়নগরে বিভিন্ন গ্রামে রয়েছে পানের বরজ।এখানকার পান সুস্বাদু হওয়ায় এখানকার পানের চাহিদাও বেশি।ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাড়রা আসেন পান কিনতে। লাভ জনক হওয়ায় অভয়নগরে প্রতিবছর বাড়ছে পানের চাষ। ফসলি জমিসহ পতিত জমিতে পানের চাষ করছেন চাষীরা। গত দুই বছর ধরে পানের দাম ভাল না পাওয়ায় হালে হতাশায় ভূগছে বরজ মালিকরা।
পান অভয়নগরের খুব সম্ভাবনাময়। পানের কোন প্রকল্প বর্তমানে এখানে নেই। পান এবং পানচাষীদের উন্নয়নে প্রকল্প গ্রহণ করা অত্যান্ত প্রয়োজন এবং একই সাথে চাষীদের লাভজনক করতে হলে এই পান বিদেশে রপ্তানি করাও দরকার। বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। এ বছর অভয়নগর উপজেলার ৫শ’ পাঁচ হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে।