বঙ্গবন্ধু বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়ছে সিলেট সানরাইজার্স
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়ছে সিলেট সানরাইজার্স। মিরপুরে টস হেরে ব্যাট করছে সিলেট। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৭ উইকেটে ৭৮ রান।
শুরুতেই কুমিল্লার বোলারদের তোপের মুখে পড়ে সিলেটের ব্যাটাররা। হতাশ করেন সানরাইজার্সের উদ্বোধনী জুটি। তিন রানে এনামুলকে ফিরিয়ে ব্রেক থ্রু আনেন নাহিদুল ইসলাম। ৫ রানে মিথুনকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন নাহিদুল। রান পেলেও ইনিংস বড় করতে পারেননি কলিন ইনগ্রাম। ২০ রান করে শহিদুল পেসে কাটা পড়েন এই প্রোটিয়ান। অধিনায়ক মোসাদ্দেককেও টিকতে দেননি তানভির ইসলাম। বোপারা, অলক কাপালি ও মুক্তার আলীরাও প্রতিরোধ গড়তে পারেননি। ৬৯ রানে ৭ উইকেটে হারিয়ে ধুকছে সিলেট। এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে বিকেল সাড়ে ৫টায় ঢাকায় মুখোমুখি হবে চট্টগ্রাম। দু’দলই প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে।