ইসি গঠনের আইন সরকারের নতুন তামাশা : মন্তব্য বিএনপি নেতাদের
- আপডেট সময় : ০৮:০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫২৭ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠন আইনের নামে সরকার জাতির সাথে তামাশা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। কোনো আইন বা রাষ্ট্রপতির সিদ্ধান্ত নয়, প্রধানমন্ত্রীর দেয়া তালিকা অনুযায়ী কমিশন গঠিত হবে বলে শংকা জানান তিনি। দলের স্থায়ী কিমিটির আরেক সদস্য গয়েশ্বর রায় বলেন, ইভিএমের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া হবে না। রাজধানীতে আলাদা দুটি সভায় এসব কথা বলেন তারা।
বিএনপি প্রতিষ্ঠাতার ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ইসি গঠনে আইনের নামে জাতির সঙ্গে তামাশা করছে সরকার।
২০০৪ সাল থেকে নিজেদের অপকর্ম ধামাচাপা দিতে, বিদেশে লবিস্ট নিয়োগ করেও আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
প্রেসক্লাবে আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে ব্যালেটের মাধ্যমেই অনুষ্ঠিত হতে হবে জাতীয় নির্বাচন।
জনগণের সরকার প্রতিষ্ঠায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিএনপি নেতারা।