বিয়ের দাওয়াত খেয়ে বাড়ী ফেরার পথে ট্রেনে কাটা পড়ে টাঙ্গাইলের কালিহাতীতে দুজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বিয়ের দাওয়াত খেয়ে বাড়ী ফেরার পথে ট্রেনে কাটা পড়ে টাঙ্গাইলের কালিহাতীতে দুজন নিহত হয়েছে। অন্যদিকে, চুয়াডাঙ্গার জীবননগরে নৌকা ডুবে বাদল হোসেন নামে এক নৈশপ্রহরীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মোতালেব তার শ্যালক মাসুমকে নিয়ে হাতিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। দাওয়াত শেষে রাতে তারা মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন। ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের কাটা পড়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
নৈশপ্রহরী বাদল হোসেন, সাজু ও মাসুম রাতে স্যালো ইঞ্জিনচালিত নৌকায় বেনীপুর বাওড় পাহারা দিচ্ছিলেন। বিলের মাঝখানে পৌঁছালে হঠাৎ করেই নৌকা উল্টে যায়। এসময় নৌকায় থাকা সাজু ও মাসুম সাঁতরিয়ে ডাঙায় আসতে সক্ষম হলেও বাদল হোসেন পানির মধ্যে তলিয়ে যান। ২ ঘন্টা পর বাদল হোসেনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।