ইউক্রেনে রুশপন্থী নেতাকে ক্ষমতায় বসানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাজ্য
- আপডেট সময় : ০২:২৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৫২৪ বার পড়া হয়েছে
ইউক্রেনে রুশপন্থী নেতাকে ক্ষমতায় বসানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাজ্য। এদিকে, যুক্তরাষ্ট্রের ৯০ টন ওজনের সামরিক সহায়তা কিয়েভেতে পৌঁছে গেছে। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে বেলারুশ সীমান্তে যুদ্ধ বিমান পাঠিয়েছে রাশিয়া।
ইউক্রেনে রুশপন্থী নেতাকে ক্ষমতায় বসানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনে মস্কোপন্থি কাউকে ক্ষমতায় আনার ফন্দি আঁটছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে আগ্রাসন পরিকল্পনার অংশ হিসেবে দেশটির একাধিক সাবেক রাজনীতিকের সঙ্গে যোগসাজশ করছেন রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তারা। স্থানীয় সময় শনিবার এ বিবৃতি প্রকাশ করে যুক্তরাজ্য।
এদিকে, মস্কো হামলা চালাবে এমন উত্তেজনার মধ্যে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের ৯০ টন ওজনের সামরিক সহায়তা কিয়েভেতে পৌঁছে গেছে। অন্যদিকে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে বেলারুশ সীমান্তে যুদ্ধ বিমান পাঠিয়েছে রাশিয়া।
উত্তেজনা নিরসনের দাবিতে শনিবার মানববন্ধন হয়েছে কিয়েভেতে । আর ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে মৌন মিছিল হয়েছে চেক রিপাবলিকে। ইউক্রেন ইস্যুতে মন্তব্য করে পদত্যাগ জার্মান নৌপ্রধান আচিম শনবাখ। পশ্চিমাদের উচিত পুতিনকে সম্মান করা এমন বক্তব্যের জেরে পদ হারাতে হয় তাকে। তার ওই বক্তব্যের প্রতিক্রিয়া ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, শনবাখের ওই বক্তব্য একেবারই অগ্রহণযোগ্য।