বরিশালে ওমিক্রন প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বরিশালে ওমিক্রন প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রের নেতৃত্বে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল হাই জানান, অধিকাংশ জায়গাতেই স্বাস্থ্য সচেতনতায় মানুষের মধ্যে উদাসীনতা লক্ষ্য করা গেছে। বেশিরভাগ মানুষই নানা অজুহাতে মাস্ক ব্যবহার করছেন না। আইন অমান্যকারীদের কাছ থেকে জরিমানা আদায় করা হচ্ছে। যতদিন ওমিক্রন বা করোনার প্রাদুর্ভাব বেশী থকবে ততদিন পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে।