আলাদা সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও পিরোজপুরে ৪ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও পিরোজপুরে ৪ জন নিহত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সড়কের রানিহাটি বাজারের হরিনগর এলাকায় ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। আহত তিনজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজারে ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আরজু খাঁ নামের একজন নিহত হয়েছে। ঘটনাস্থলেই নিহত হন তিনি।
পিরোজপুর সদরের ঝাউতলায় মোটর সাইকেলের ধাক্কায় রাবেয়া বেগম নামের এক পথচারী নিহত হয়েছে। শিশু নাতিসহ রাস্তা পার হতে গেলে মোটর সাইকেলটি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।