শাবিপ্রবির উপাচার্যের পদত্যাগ চেয়ে ক্যাম্পাসে গণঅনশন অব্যাহত

- আপডেট সময় : ০৯:৫৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
আবারও শিক্ষামন্ত্রীর কাছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়.. শাবিপ্রবি’র উপাচার্যের অপসারণ চাইলো আন্দোলনকারীরা। বিকেলে, ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে এ কথা জানান তারা।
শিক্ষার্থীরা জানান, শিক্ষামন্ত্রীর বক্তব্যে উপাচার্যের পদত্যাগ সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা নেই। একজন বোমাবাজ উপাচার্যের সিংহাসন নাকি ২৭ শিক্ষার্থীর জীবনের দাম বেশি.. এই প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। তারা জানান, ভার্চুয়াল মিটিংয়ে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে উপাচার্যের অপসারণের কোনো আশ্বাস মেলেনি। তবু, তার অপসারণের উপায় নিয়ে আলোচনা করতে আগ্রহী বলে জানান তারা। আন্দোলন সমর্থনকারী আওয়ামী লীগ নেতা শফিউল আলম চৌধুরী নাদেল এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানাননি। এদিকে, বিকেলে উপাচার্যের বাসভবনে পুলিশ ছাড়া অন্যদের যাতায়াত বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা। শিগগিরই বাসভবনের সব পরিষেবা বন্ধ করে দেয়া হবে বলে জানান তারা।