দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ২৮ হাজার ২২৩ জনে। এদিন আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯০৬ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৮৫৪টি। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নমুনা পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ৩১ দশমিক ২৯ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জনের। এদিন সুস্থ হয়েছেন আরও ৭৮২ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ৫৬ হাজার ৮৬১ জন। ডেল্টা ভ্যারিয়েন্টের জায়গা নতুন ধরণ ওমিক্রন একটু একটু করে দখল করে নিচ্ছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম। তিনি আরো জানান, গত তিন-চার মাসের তুলনায় হাসপাতালে করোনা রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। স্বাস্থ্যবিধি না মানলে ক্রমাগত করোনা রোগীর সংখ্যা বাড়বে।