গত সাত বছরে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৫ শতাংশ বেড়েছে
- আপডেট সময় : ১০:০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
গত সাত বছরে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সকালে ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। দুর্ঘটনা রোধে আইন সংস্কার ও সড়কে সিসিটিভি স্থাপনসহ ১২ দফা সুপারিশ তুলে ধরেন তিনি।
দেশের সড়ক-মহাসড়কে বেপরোয়া যানবাহন চলাচলের ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হন যাত্রী ও পথচারীরা।
সারাদেশে সড়ক দুর্ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরতে ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলন করে যাত্রী কল্যান সমিতি।
সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী গত বছরের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরেন।
করোনার মাঝে ২০২১ সালে ৫হাজার ৬২৯টি সড়ক দুর্ঘটনায় ৭হাজার ৮০৯ জন নিহত ও ৯ হাজার ৩৯ জন আহত হয়েছে। সড়ক, রেল ও নৌ-পথে মোট ৬ হাজার ২১৩টি দুর্ঘটনায় ৮ হাজার ৫১৬ জন নিহত ও ৯ হাজার ৭৫১ জন আহত হয়েছেন। এর মধ্যে রেলপথে ৪০২টি দুর্ঘটনায় ৩৯৬ জন নিহত ও ১৩৪ জন আহত হয়েছেন। নৌপথে ১৮২টি দুর্ঘটনায় ৩১১ জন নিহত ও ৫৭৮ জন আহত এবং ৫৪৪ জন নিখোঁজ হয়েছে।
সংবাদ সম্মেলনে গত ৭ বছরের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানও তুলে ধরেন তিনি।
দুর্ঘটনার জন্য ট্রাফিক অব্যবস্থাপনা, আইনের সঠিক প্রয়োগের অভাব ও মাদকসেবী পরিবহন শ্রমিকদের দায়ী করেন সংগঠনটির মহাসচিব।
দুর্ঘটনা রোধে সরকারকে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন বুয়েট দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের পরিচালক ড.হাদিউজ্জামান।
সড়কে শৃঙ্খলা ফেরাতে ২০১৮ সালে প্রণীত সড়ক পরিবহণ আইনের যথাযথ প্রয়োগের পরামর্শ দেন তারা।