পশ্চিমাদের সঙ্গে বৈঠক করতে নরওয়েতে অবস্থান আফগান কূটনীতিকদের
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
পশ্চিমাদের সঙ্গে বৈঠক করতে নরওয়েতে অবস্থান করছেন,আফগান কূটনীতিকরা। ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো তালেবান কূটনীতিকরা ইউরোপে পশ্চিমা কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসতে যাচ্ছেন।
আগামী মঙ্গলবার পর্যন্ত পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে তালেবানের সদস্যদের বৈঠক চলবে। প্রথমদিন দুই প্রতিনিধি দল কথা বলবে মানবাধিকার সংকট ও সহায়তার বিষয়গুলো নিয়ে। বৈঠকে থাকছেন নরওয়ে ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাসহ যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।বৈঠকের এজেন্ডা নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তালেবান সরকারের রাজনৈতিক ব্যবস্থা গঠন, মানবিক ও আর্থিক সংকটের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এছাড়া, নিরাপত্তা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যবাপারে সতর্কতা, নারী ও কন্যা শিশুদের শিক্ষা নিয়ে আলোচনা হতে পারে।