নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ধামইরহাট ও মহাদেবপুরে ৫ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ধামইরহাট ও মহাদেবপুরে ৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে তিন জন।
পুলিশ জানায়, রাতে ধামইরহাট উপজেলার বাজার থেকে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ৪ যাত্রী। পথে ধামইরহাট- জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের হরতকীডাঙ্গায় বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলেই দুজনের মারা যান। বাকী দু’জনের রাজশাহী মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয়। নিহতরা সবাই সবজি ব্যবসায়ী। অন্যদিকে জেলার মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জের আলীনগর এলাকায় ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, রেললাইন ক্রস করার সময় রাজশাহীগামী একটি লোকাল ট্রেন যাত্রীবাহী একটি নসিমনকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।