ধামরাইয়ে স্কুলের সামনে খোলা আকাশের নিচে অবৈধভাবে চলছে কয়লা বেচা-কেনা
- আপডেট সময় : ০৫:১৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাইয়ে স্কুলের সামনে খোলা আকাশের নিচে অবৈধভাবে কয়লা বেচা-কেনা করছে প্রভাবশালীরা। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। শিক্ষার্থী,পথচারীসহ অসুস্থ হয়ে পড়ছে অনেকে। কয়েকদফা আবেদন করেও প্রতিকার পায়নি এলাকাবাসী। ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
শতশত ইটভাটায় প্রতিনিয়ত কয়লা আনা-নেয়ায় বাতাসে কয়লার ধুলিকণা উড়ে ঢুকছে আশেপাশের বাড়ি ঘরে। মাঝেমাঝেই প্রখর রোদে কয়লা পোড়ানোয় পাশে থাকা স্কুলে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খোলা আকাশের নিচে এভাবে কয়লা ফেলে রাখায় নষ্ট হচ্ছে পরিবেশ। ক্ষতি হচ্ছে ফসলি জমির। রাস্তার পাশে অবৈধ এই কয়লার ব্যবসা পেতে বসেছেন সূতিপাড়া ইউনিয়নের ব্যবসায়ি মাহাবুব গ্রুপের প্রতিষ্ঠান কেবিসি প্রডাক্ট ও সৈনিক ট্রেডার্স। এলাকাবাসী কয়েকদফা এই সমস্যা থেকে প্রতিকার চেয়ে পাননি কোন সুফল।
মোহিনী মহন উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে কয়লার স্তূপে শ্রমিকরা কাজ করায় এর ময়লা বাতাশে উড়ে অসুস্থ হয়ে পড়ছে ছাত্র-ছাত্রীরা। স্কুলের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ জানানোর কথা জানান পরিবেশবাদী সংগঠনের এই নেতা।
সারা বাংলাদেশে অনেক যায়গায় এভাবে খোলা অবস্থায় অবৈধ ভাবে কয়লার ব্যবসা বন্ধে নানা পদক্ষেপের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
একাধিক বার তার সাথে যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি।