আলাদা সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ ও নওগাঁয় ৬ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- আপডেট সময় : ০৫:২৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১ মোটরসাইকেল আরোহী, নওগাঁয় ধামইরহাট ও মহাদেবপুরে ৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন আরো তিন জন।
পুলিশ জানায়, গতকাল রাতে ধামইরহাট বাজার থেকে এক মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ৪ যাত্রী। ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের হরতকীডাঙ্গায় ট্রাক চাপা দেয় তাদের। ঘটনাস্থলেই মারা যান দু’জন। রাজশাহী মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয় বাকি দু’জনের। নিহতরা সবাই সবজি ব্যবসায়ী। অন্যদিকে জেলার মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ নামে এক মোটরসাইকেল আরোহী মারা যান।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় পৌর ভুমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা আব্দুস সালাম নিহত হয়েছে। দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গতকাল শ্যামলী পাড়া বাসস্ট্যান্ড এলাকায় বাস চাপার শিকার হন এই মোটরসাইকেল আরোহী।
চাঁপাইনবাবগঞ্জের আলীনগরে ট্রেনের ধাক্কায় অটোরিক্সার তিন যাত্রী নিহত হয়েছেন। স্থানীয়রা জানায়, রেললাইন পার হওয়ার সময় রাজশাহীগামী একটি লোকাল ট্রেন যাত্রীবাহী নসিমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের ।