তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিলে পরিণতি ভয়াবহ হবে : গয়েশ্বর

- আপডেট সময় : ০৭:২৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা না করলে ক্ষমতাসীনদের পরিণতি ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেন, দলীয় ও অনুগত লোক নিয়োগ দিতেই তড়িঘড়ি করে ইসি আইন করতে যাচ্ছে সরকার। তিনি বলেন, সার্চ কমিটি নয়, প্রধানমন্ত্রীর ইচ্ছের প্রতিফলনেই হবে নির্বাচন কমিশন। সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সোমবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করে বিএনপি। অনুষ্ঠানে অংশ নেন দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এসময় বিএনপি নেতারা বলেন, কোকোর মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়। রাজনৈতিক দমন-পীড়নে মৃত্যু হয়েছে তার।
অনুষ্ঠানে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেন, আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে ক্ষমতাসীনদের পরিণতি হবে ভয়াবহ।
সকালে বনানীতে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দলীয় ও অনুগত লোক নিয়োগ দিতেই তড়িঘড়ি করে ইসি আইন করতে যাচ্ছে সরকার।
বিকেলে চেয়ারপার্সনের কার্যালয়ে কোকোর জন্য দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে মারা যান কোকো।