অপকর্মে জড়িতদের বাহিনীতে ঠাঁই হবে না : পুলিশ মহাপরিদর্শক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
যে সব পুলিশ সদস্য অপকর্মে জড়িত হবে তাদরে বাহিনীতে ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।
সোমবার রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।ড. বেনজীর আহমেদ বলেন, পুলিশ নিজেদের অন্যায় আচরণের জন্য সংবাদমাধ্যমের শিরোনাম হতে চায় না। বর্তমানে বাংলাদেশ পুলিশে বেছে বেছে সেরা অফিসারদের নিয়োগ দেয়া হচ্ছে। কনস্টেবল ও এসআই নিয়োগের নিয়ম প্রায় ৪০ বছর পর পরিবর্তন করা হয়েছে।পুলিশে পেশা নয়—- সেবা। যারা সৎ, দেশপ্রেমিক, সাহসী ও সেবার মনোভাব রাখে তারাই পুলিশে আসত পারবেন বলে জানানা ড. বেনজীর আহমেদ।