বেশ কয়েকটি দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন
- আপডেট সময় : ০৬:০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
বেশ কয়েকটি দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্থগিত না করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের পরিক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেয়ার দাবিতে ফেনীতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
কুড়িগ্রামের চিলমারীতে অষ্টম চরে নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের বাধা ও ইভিএম নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। সুষ্ঠু নির্বাচনে তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন।
নেত্রকোণার পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি ও অসদাচরণ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয়রা।
নারায়ণগঞ্জের দাউদপুর ইউনিয়ন যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক রুবেল খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সকালে ঢাকা বাইপাস সড়কের লালমাটিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।
সপ্তম ধাপে অনুষ্ঠেয় চট্টগ্রামের সোনাকানিয়া ইউপি নির্বাচনে প্রচারবহরে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ সেলিম চৌধুরী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিতের প্রতিবাদ ও দ্রুত পরীক্ষা নেয়ার দাবিতে বিভোক্ষ মিছিল ও মানববন্ধন হয়েছে মাদারীপুরে। দুপুরে মাদারীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।