বার বার প্রকল্পের সংশোধন ও ধীর গতিতে একনেক সভায় প্রধানমন্ত্রীর বিরক্তি প্রকাশ
- আপডেট সময় : ০৭:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বার বার প্রকল্পের সংশোধন ও ধীর গতির কারনে প্রধানমন্ত্রী বিরক্তি প্রকাশ করেছেন। দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। একনেক সভা শেষে এসব কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি আরো জানান, দেশীয় উদ্যোক্তারা বিদেশে সার কারখানা নির্মাণে বিনিয়োগ করতে পারবেন। সভায় ৪ হাজার ৬২১ কোটি ৩৪ লাখ টাকার ১০ টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। বিটাকের ৬টি নতুন আঞ্চলিক কেন্দ্র স্থাপনসহ ১০ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।
এতে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬২১ কোটি ৩৪ লাখ টাকা। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের জানান, প্রকল্প সংশোধন ও বাস্তবায়নে ধীর গতির জন্য বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী আরো বলেন, সুষম উন্নয়নে বিশ্বাস করে বর্তমান সরকার। দেশের সার্বিক উন্নয়নে প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
দেশীয় উদ্যোক্তারা বিদেশে সার কারখানা নির্মাণে বিনিয়োগ করতে পারবে বলে সভায় জানিয়েছেন সরকার প্রধান।
এছাড়া, প্রধানমন্ত্রীর নির্দেশে হাওর এলাকায় পিলারের সাহায্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে জানান, এম এ মান্নান।