মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ঢাকায় তিন থেকে চারগুণ বেড়েছে করোনা রোগী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
অস্বাভাবিক হারে বাড়ছে করোনা সংক্রমণ। ডেডিকেটেড হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগী ভর্তির সংখ্যা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, যে কোন পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত তারা। অন্যদিকে, রাজধানী ঢাকায় সাধারণ মানুষের মাঝে টিকা গ্রহণের মানসিকতা বাড়ছে।
মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ঢাকায় তিন থেকে চারগুণ বেড়েছে করোনা রোগী।
রাজধানীর সবচেয়ে বড় করোনা ডেডিকেটেড হাসপাতাল মহাখালীর ডিএনসিসি সপ্তাহ খানেক আগেও ছিল রোগী শূণ্য। চিকিৎসক বলেছেন, প্রতিদিনই বাড়ছে রোগী। এদের মধ্যে এক ডোজ ভ্যাকসিন গ্রহণ করেনি এমন রোগীর সংখ্যাই বেশী।
করোনার পরিস্থিতি বিবেচনায় রেখে সরকার পর্যাপ্ত টিকা মজুদ রেখেছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ মানুষের প্রতি আহবান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের পরিচালক।
করোনা প্রতিরোধে ভ্যাকসিন ও সচেতনতার বিকল্প দেখছেন না চিকিৎসকরা।