চট্টগ্রামে চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
চট্টগ্রামে চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে।
দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান তাপস দত্ত বলেন, ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সাতকানিয়ার বাজালিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী- বর্তমান চেয়ারম্যান তাপস দত্তের উপর প্রকাশ্যে হামলা করে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।