শাবিপ্রবির সাবেক পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ঢাকা থেকে আটক শাবিপ্রবি সাবেক পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। গতরাতে সিলেটের জালালাবাদ থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
ওই মামলায় আটক পাঁচজনকে গ্রেফতার দেখানো হয়েছে। সিলেট মহানগরপুলিশের অতিরিক্ত উপ কমিশনার বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় শাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অসৎ উদ্দেশ্যে অর্থ যোগান দিয়ে উসকানি দেয়ার অভিযোগ আনা হয়েছে। এই পাঁচজন ছাড়াও মামলায় অজ্ঞাত আরও ১শ’ থেকে ১৫০ জনকে আসামি দেখানো হয়েছে। মামলায় গ্রেফতার পাঁচজন হলেন, টাঙ্গাইলরে হাবিবুর রহমান খান, বগুড়ার রেজা নুর মুইন, খুলনার এএফএম নাজমুল সাকিব, ঢাকার একেএম মারুফ হোসেন এবং কুমিল্লার ফয়সল আহমেদ।