সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে দেশের অন্যতম বৃদ্ধাশ্রম ‘হেনরীর ভুবন’
- আপডেট সময় : ০৫:৫২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
গ্রামের অসহায় বৃদ্ধ মা-বাবাদের কথা চিন্তা করে সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে দেশের অন্যতম বৃহত্তম বৃদ্ধাশ্রম ‘হেনরীর ভুবন’। সদর উপজেলার গজারিয়া গ্রামে ১৮ বিঘা জমির ওপর ব্যক্তি উদ্যোগে আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে নির্মিত হচ্ছে এটি।
বাংলাদেশে প্রায় ৩২টির মতো বৃদ্ধাশ্রম রয়েছে। এসব বৃদ্ধাশ্রমে ষাটোর্ধ প্রবীণ নারী-পুরুষের ঠাঁই হয়েছে। তবে দেশে এখনো বৃদ্ধাশ্রমের সংকট রয়েছে। অসহায় বৃদ্ধ মা-বাবাদের কথা চিন্তা করেই সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া গ্রামে ১৮বিঘা জমির ওপর ‘হেনরীর ভুবন’ নামে এই বৃদ্ধাশ্রম গড়ে উঠছে। এই বৃদ্ধাশ্রমে রয়েছে ৫৬টি কক্ষ। যেখানে ১১২ জন বৃদ্ধ মা-বাবা আশ্রয় পাবেন। প্রতিটি কক্ষেই থাকবে ফ্রিজ, টিভি, শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে বিশাল খাবার ডইনিং হল, নামাজ ঘর, লাইব্রেরি, ব্যায়ামাগার ও সুন্দর মনোরম পরিবেশে ঘোরাফেরার জন্য সুবিশাল মাঠ ও ফুলের বাগান সহ আরও অনেক কিছু।
আগামী ২৬ মার্চ এর উদ্বোধনের কথা রয়েছে। জানালেন,বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতারা।
জেলা সমাজসেবা কার্যালয় থেকে যে কোন ধরনের সহযোগিতা চাইলে তা দেয়ার কথা জানান, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক।
হেনরী তালুকদার দম্পতি প্রতিষ্ঠিত “হেনরীর ভূবন” বৃদ্ধাশ্রমটি বয়োবৃদ্ধ মা বাবাদের একটি পারিবারিক বন্ধনস্থলের পরিণত হবে এমনটা প্রত্যাশা সবার।