শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগের একাংশ।
বুধবার বেলা ১২ টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউসুফ গাজী। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমির মূল্য নিয়ে বিভিন্ন মিডিয়ায় শিক্ষামন্ত্রীর নাম উল্লেখ করে সংবাদ প্রচার হয়। যা উদ্দেশ্য প্রণোদিত। কারণ চাঁদপুরে দীপু মনির ক্রয়কৃত কোন জমি নেই। মূলত সংবাদে শিক্ষামন্ত্রীর সম্পৃক্ততা দেখিয়ে সরকারের উন্নয়ন প্রশ্নবিদ্ধ ও বাধাগ্রস্ত করতে এমন অপপ্রচার চালানো হচ্ছে।