অর্থপাচারে জড়িত ৬৯ ব্যক্তির তথ্য হাইকোর্টে জমা দিল বিএফআইইউ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
পানামা পেপারসে নাম আসা ৪৩ ও প্যারাডাইস পেপারসের ২৬ জনের তথ্য প্রতিবেদন আকারে হাইকোর্টে জমা দিয়েছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট…বিএফআইইউ। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এসব তথ্য জমা দেয়া হয়।
হাইকোর্টের দেওয়া অর্থপাচারকারীর তালিকায় নাম রয়েছে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর দুই ছেলে তাফসির আউয়াল ও তাবিথ আউয়ালের। তবে, পাচারের পরিমাণ সুনির্দিষ্টভাবে দিতে পারেনি বিএফআইইউ। কানাডায় অর্থপাচারকারী কারও নামও দিতে পারেনি প্রতিষ্ঠানটি। গত রোববার এ নিয়ে সবশেষ অগ্রগতি জানাতে এক সপ্তাহ সময় দেয় হাইকোর্ট। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য দুই সপ্তাহ সময় চেয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে, দ্বিপাক্ষিক চুক্তি ছাড়া অর্থ ফেরানো সম্ভব নয় বলে হাইকোর্টকে জানিয়েছিল দুদক। ৩০ জানুয়ারি এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।