কিশোরগঞ্জের হাওরাঞ্চলে প্রসার ঘটছে সূর্যমুখী ফুল চাষের
- আপডেট সময় : ০২:৩২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে প্রসার ঘটছে সূর্যমুখী ফুল চাষের। উৎপাদন খরচ কম আর চাহিদা থাকায় অনেকেই আগ্রহী এখন সূর্যমুখী আবাদে। ফলন ভাল হওয়ায় কৃষকের চোখে-মুখে হাসির ঝিলিক। বিনামূল্যে সার, বীজ সরবরাহসহ ফুল চাষিদের সহায়তায় বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।ফুটে থাকা ফুলের সৌন্দর্য দেখতে ছুটে আসছে দর্শনার্থীরা।
দূর থেকে দেখলে মনে হয় হলুদ গালিচা পেতে রেখেছে কেউ। সূর্যমুখী ফুলের এমন মনোমুগ্ধকর রূপের দেখা মিলবে কিশোরগঞ্জের শতভাগ হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুরে। শুধু সৌন্দর্যের জন্য নয়, দেশের ভোজ্য তেলের চাহিদা মেটাতে কৃষি বিভাগের প্রণোদনার আওতায় রোপন করা হয়েছে সূর্যমুখী ফুল।
কৃষকরা বলছেন অন্য ফসলের চেয়ে কম খরচ আর লাভ বেশি হওয়ায় খুশি তারা। আগামীতেও সূর্যমুখী চাষে আগ্রহও প্রকাশ করছেন অনেকে।
হাওরের মাঝে হলুদ সুন্দরের রূপ আর সৌন্দর্য দেখতে জেলার বিভিন্ন যায়গা থেকে ছুটে আসছেন অনেকেই।
জমির নিবিড়তা বৃদ্ধিকরণে, ভিন্ন ভিন্ন ফসল আবাদে কৃষকদের অভ্যস্ত করতে, সূর্যমুখী চাষে প্রণোদনাসহ পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
চলতি বছর মিঠামইনের ১শ’ বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। এর বীজ থেকে ভোজ্য তেল ও গাছ থেকে জ্বালানীর চাহিদা মিটবে।